'জানি, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত।'- এখানে কোন দিনের স্মৃতি মুছে ফেলার কথা বলা হয়েছে?
জনসমুদ্রের জোয়ার জেগেছিল কোথায়?
'বজ্রকণ্ঠ বাণী' কথাটিতে কী প্রকাশিত হয়েছে?
'রেসকোর্স ময়দান' কোথায় অবস্থিত?
'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় সেদিন ছিল
i. শিশুপার্ক
ii. শোভিত উদ্যান
iii. তন্দ্রাচ্ছন্ন বিকাল
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের নেতাজির চেতনার ভাবগত চিত্র ফুটে উঠেছে নিজের যে চরিত্রের মধ্যে-
ভাবগত চিত্র ফুটে উঠার কারণ হিসেবে নিচের কোন বিষয়টিকে যথার্থ মনে হয়?
i. স্বজাত্যবোধii. জাত্যভিমানiii. দেশাত্মবোধ
উদ্দীপকের মহান ব্যক্তিত্বের কোন সুমহান কীর্তি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতায় তুলে ধরা হয়েছে?
উক্ত কীর্তি মুছে ফেলার জন্য-
i. অনুভ শক্তির উত্থান ঘটেছে
ii. শিশুপার্ক নির্মাণ করা হয়েছে
iii. ইতিহাস বিকৃত করা হয়েছে
'কবির বিরুদ্ধে কবি' বলতে বোঝানো হয়েছে-
i. স্বাধীনতাবিরোধী শক্তির উত্থানii. ইতিবাচকতার বিনাশiii. নেতিবাচকতার জাগরণ
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: 'কখন আসবে কবি?' কবি হলেন- i. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানii. স্বাধীতার মহান স্থপতিiii. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
চোখে স্বপ্ন নিয়ে কবিতা শুনতে এসেছিল-i. মধ্যবিত্তii. নারী ও বৃদ্ধiii. কেরানি
‘স্বাধীনতা' শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি জড়িত-i. ঐক্য ও প্রত্যয়
ii. সংগ্রাম মুক্তি
iii. ত্যাগ ও গ্রহণ
নির্মলেন্দু গুণের জন্ম সাল কত?
নির্মলেন্দু গুণ নেত্রকোনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন--
'বাংলার মাটি বাংলার জল' নির্মলেন্দু গুণের কোন ধরনের গ্রন্থ?
নির্মলেন্দু গুণ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
নিচের কোনটি নির্মলেন্দু গুণের রচনা নয়?
'চাষাভূষার কাব্য' গ্রন্থটির লেখক কে?