রানার তার পিঠের টাকা ছুঁতে পাবে না কেন?
রানারের চলার পথে কী বিরাজ করে?
“তবুও রানার ছোটো বাক্যাংশের 'তবুও' দ্বারা কী বোঝানো হয়েছে?
কার দুঃখের চিঠি কেউ কোনোদিনই পড়বে না?
কার দুঃখের কথা শহর ও গ্রামের কেউ জানবে না?
'রানার' কবিতায় ব্যবহৃত 'কালো রাত্রির খাম' বলতে কী বোঝানো হয়েছে?
দরদে কার চোখ মিটিমিটি কাঁপে?
রানার কিসে ক্ষয়ে যাচ্ছে?
'সময় হয়েছে নতুন খবর আনার'- কবির এ কথা বলার কারণ—
'রানার' কবিতায় কিসের চিঠি নিয়ে চলার কথা বলা হয়েছে?
'রানার' কবিতায় কবি কী পিছনে ফেলতে বলেছেন ?
'রানার' কবিতায় 'নতুন খবর' বলতে কবি কী বুঝিয়েছেন?
'নতুন খবর' কোথায় পৌঁছাতে হবে?
"ডাক হরকরা'র 'ডাক' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
হরিণের মতো যায়'— এটি কী?
ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল' পঙক্তিটি রানার কবিতায় ব্যবহৃত হয়েছে-
'রানার' কবিতাটি কাদের নিয়ে লেখা?
'রানার' কবিতার উপজীব্য হলো-
উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ কবিতা হলো-
বায়োস্কোপওয়ালার সমর্থন পাওয়া যায় 'রানার' কবিতার -