শীতকালে চালতা ফুলে কী পড়ে?
জীবনানন্দ দাশ প্রকৃতির চিরকালীন সৌন্দর্যবোধের কোন শক্তিকে উপস্থাপন করেছেন?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে বাক্যটি কতবারব্যবহার হয়েছে?
কোন কবি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন?
সেইদিন এই মাঠ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
কোন ফুল আর ভিজবে না শিশিরের জলে?
মাঠ স্তব্ধ হবে না, কারণ-
কোনটি জীবনানন্দ দাশের লেখা উপন্যাস?
সেইদিন এই মাঠ' কবিতায় মোট ক'টি চরণ আছে?
কবি জীবনানন্দে দাশের অনুভাবনায় কোনটি অসাধারণ তাৎপর্যে ধরা দিয়েছে?
একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে বিনির্মাণ- কিসের?
‘সেইদিন এই মাঠ' কবিতায় চালতা ফুল কিসের জলে ভিজবে না-
'সাতটি তারার তিমির' লিখেছেন কে?
কই রে আগের মানুষ কই? এর সঙ্গে ভাবগত সাদৃশ্য রয়েছে কোন চরণের?
'লক্ষ্মীপেঁচা গান গাবে'- এখানে 'গান গাবে' বলতে বোঝানো হয়েছে-
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল'- এখানে ‘এইসব গল্প’ বলতে বোঝানো হয়েছে -
i. মাঠের চঞ্চলতাকেii. নদীতে খেয়ানৌকার চলাচলকেiii. লক্ষ্মীপেঁচার কণ্ঠে ধ্বনিত হওয়া মঙ্গলবার্তাকে
নিচের কোনটি সঠিক?
'চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে'- এই বাক্যে কবি বোঝাতে চেয়েছেন -
i. প্রকৃতি চিরকাল বাস্ত থাকে
ii. চালতা ফুলে অবিরাম শিশির পড়ে,
iii. এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই
জগতে সৌন্দর্যের মৃত্যু নেই— কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে?
i. এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন
ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
iii. খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে
'সেইদিন এই মাঠ' কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো-
i. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতাii. সভ্যতার বিবর্তনের বর্ণনাiii. মানুষের স্বপ্নের অবিনশ্বরতা