সুস্থ দেহ, মন, আত্মার সাথে কার সম্পর্ক?
অসীম লরেটো ধর্মসংঘের সদস্য। অসীমের কাজের সাথে কোন মনীষীর উপলব্বির মিল রয়েছে?
বিক্রম বড়াই একদিন ছাদে প্রার্থনার সময় এক অদ্ভুত দৃশ্য ও দেখতে পান। বিক্রমের সাথে সাদৃশ্য রয়েছে-
তিনি সব জাতির এবং সব মানুষের মুক্তিদাতা। তিনি বলতে কাকে বোঝানো হয়েছে?
গুরুজন ও সৎ বন্ধুদের মধ্য দিয়ে আমরা কার কথা শুনি?বাইবেল
মৃদুল প্রতিবেশীকে সাহায্য করার জন্য অন্তরে তাড়না অনুভব করে এবং সাহায্য করতে এগিয়ে যায়। এর কারণ-
পাণ্ডব সবসময় ঈশ্বরের উপস্থিতি সম্বন্ধে সচেতন থাকে। এর জন্য পাণ্ডব যা করে-
অমিতাভ প্রতিনিয়ত বাতাসের সাথে ধূলিকণা গ্রহণ করে। ধূলিকণী ছাড়াও গ্রহণ করে-
জলের বাইরে মাছ বাঁচতে পারে না। তেমনি আমাদের বাঁচার জন্য প্রয়োজন-
ওগো ঈশ্বর, মনপ্রাণ দিয়ে গাইব তোমার স্তুতি: আমার মিনতি ফিরিয়ে দাওনি তুমি।
--------------------------------------------
আলোচ্য সাম সংগীতটির সাথে কত নং সাম সংগীতের সাদৃশ্য রয়েছে?
প্রার্থনার মাধ্যমে কিষাণ ঈশ্বরের উপলব্ধি পায়। কিষাণের মধ্যে জেগে ওঠে-
প্রার্থনার মাধ্যমে প্রকাশ পাওয়ার যৌক্তিক বিষয় কী??
ঈশ্বরের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের একনিষ্ঠ উপায় কোনটি?
প্রার্থনার তাৎপর্য হিসেবে যুক্তিযুক্ত হলে কোনটি?
প্রার্থনা হলো জীবনের চালিকাশক্তি। এ কথাটির মর্মার্থ কী?
প্রার্থনাশীল মানুষ জীবনকে পরিচিত করার যথার্থতা কী?
"সবকিছু ছেড়ে আস"- এ উক্তিটি প্রমাণ করে কী?
মাদার তেরেজার সংঘ লরেটোর উদ্দেশ্য কোনটি?
ঈশ্বর অসীম এক জীবনসমুদ্র। এ কথাটির যথার্থ কারণ কী?
কৃতজ্ঞতা ও ধন্যবাদমূলক প্রার্থনা' এ শব্দ দুটির মধ্যে পার্থক্য হিসেবে কোনটি যৌক্তিক?