এশিয়ার কোন দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিদ্যমান?
আদিপুস্তকের কততম অধ্যায়ে ঈশ্বর ও তার সৃষ্টির সন্ধির বিষয় আলোচিত হয়েছে?
পবিত্র বাইবেলে কত ধরনের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ইসরায়েল জাতি কোন দেশের দাসত্ব করত?
ইহুদিরা কার বংশের লোক?
সাধু পলের জন্ম কোন প্রদেশে?
সাধু পলের পূর্ব নাম কী ছিল?
আনানিয়াসের আবাসস্থল কোথায়?
সাধু পল দ্বিতীয়বার প্রৈরিতিক যাত্রায় প্রথমে কাকে নিয়ে যান?
দামাস্কাসে যীশুর কোন শিষ্য থাকত?
অতি অল্প সময়ে সাধ্বী বলে ঘোষিত হন কে?
সাধ্বী মারিয়া গরেটি কোথায় জন্মগ্রহণ করেন?
কে মারিয়াকে কুপ্রস্তাব দিয়েছিল?
তৃতীয় প্রচার যাত্রায় সাধু পল কোথায় ৩ বছর সময় কাটিয়েছেন?
সাধু পল সর্বপ্রথম কোথায় কারাবাস যাপন করেন?
সাধু পলকে শিরচ্ছেদ করা হয় কখন?
খ্রিষ্টবিশ্বাসীগণ প্রথম কোথায় খ্রিষ্টান নামে অভিহিত হন?
সাধু পলের মন পরিবর্তন দিবস কখন?
খ্রিষ্টবিশ্বাসীগণ কোন দিনটিকে যৌথভাবে পিতর ও পলের পর্বদিন হিসেবে পালন করে।
দ্বাদশ পিউস মারিয়া পরেটিকে সাধ্বী শ্রেণিভুক্ত করেন কখন?