একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে. মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত?
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যার অন্তর কত?
৭৬৫ থেকে ৬৫৬ যত কম, কোন সংখ্যার ৮২৫ থেকে ততটুকু বেশি?
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭,৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ থাকবে?
একটি স্কুলে ৪৫০জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
৪৮ কোন সংখ্যার ৬০% ?
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০টাকা?
x-y=2 এবং xy=3 হলে x+y এর মান কত?
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩সেমি দূরবর্তী জ্যার দৈর্ঘ্য হবে-
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০ ডিগ্রী। চতুর্থ কোণটির মান কত?
কোন শর্তে logaa=1?
(3)x+1=(33)2x-1 হলে, x = কত?
x+1x=5 হলে, xx2+x+1 এর মান কত?
x=1+3 হলে, x3=?
(17)0x=কত?
tanθ=3 হলে, cosθ=?
যদি a+b+c =5 a2+b2+c2=9 হয়, তবে ab+bc+ca = কত?
a2-c2-2ab+b2 এর সঠিক উৎপাদক পরিধি কত?
একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?