শুক জাতক পড়ে রতন বড়ুয়া কী শিক্ষালাভ করবেন?
বোধিসত্ত্ব চরিত্রের চরম উৎকর্ষ সাধন করেছেন- i. দশবিধ পারমিতা সম্পন্ন করেii. মৈত্রী ভাবনা করেiii. রাজ্য শাসন করেনিচের কোনটি সঠিক?
লোভে পাপ, পাপে মৃত্যু বাক্যের সাদৃশ্য হলো শুক সন্তানের i. মৃত্যুii. জীবনাবসাননিচের কোনটি সঠিক?iii. আম সংগ্রহ
একজন পাঠকের জাতক পাঠের মাধ্যমে অর্জিত হবে- i. চারিত্রিক বিশুদ্ধতাii. নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশiii. বৌদ্ধধর্মের স্বরূপ উপলব্ধিনিচের কোনটি সঠিক?
বোধিসত্ত্ব কোথায় বাণিজ্য করত?
সেরিব রাজ্যে বোধিসত্ত্ব কী রূপে জন্মগ্রহণ করেন?
সেরিবা নামক ফেরিওয়ালা কেমন ছিল?
সোনার থালাটির প্রকৃত দাম কত ছিল?
সেরিবাণিজ জাতকের শিক্ষা কোনটি?
সোমা একটি লোভী প্রকৃতির মেয়ে। তাকে লোভ পরিহারে কোন জাতক থেকে তুমি পরামর্শ নিতে দেবে?
সেরিবান নামক বোধিসত্ত্ব পরলোকে গিয়েছিলেন- i. দানধর্ম রক্ষা করেii. সৎকাজ করেiii. বন্ধুকে বিপদে উদ্ধার করে
নিচের কোনটি সঠিক?
সেরিবা নামক ফেরিওয়ালা হঠাৎ মৃত্যুবরণ করেছিল- i. লোভের কারণেii. লোক ঠকানোর জন্যiii. বন্ধুর বিশ্বাসঘাতকতায়
পাটরানীর গর্ভে বোধিসত্ত্ব কী নামে জন্মগ্রহণ করেন?
সকল শিল্পশাস্ত্রে পারদর্শিতা লাভ করেন কে?
জনসন্ধ কোন শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেছিলেন?
রাজা ব্রহ্মদত্ত সকল বন্দিকে মুক্তি দিয়েছিলেন কেন?
জনসন্ধ কয়টি দানশালা স্থাপন করেন?
রাজা হয়ে জনসন্ধ দৈনিক কত লক্ষ মুদ্রা দান করতেন?
জনসন্ধ প্রজাদের জন্য কয়টি উপদেশ দিয়েছিলেন?
মহেশমতি রাজ্যের রাজা প্রজাদের সুখের জন্য দৈনিক লক্ষ লক্ষ টাকা দান করেন। কোন জাতকের ঘটনার সাথে এ ঘটনা সাদৃশ্যপূর্ণ?