জীবের জীবন কোথায় আবন্দ্ব?
নির্বাণে কীসের নিরোধ হয়?
যাবতীয় দুঃখের নীরোধ বা নিবৃতি হওয়াকে কী বলে?
'নির্বাণ' বলতে কী বোঝায়?
মানুষের দুঃখের কারণ কী?
মানুষ বার বার জন্মগ্রহণ করে দুঃখভোগ করে যে কারণে-
নিচের কোনটিকে পরম সুখ বলা হয়?
মানবের তৃষ্ণাজাত উপাদান ক্ষয় বলতে কী বোঝায়?
মানুষের সাধনার মধ্যে শ্রেষ্ঠ কী?
বৌদ্ধধর্মাবলম্বিরা 'তৃষ্ণা' বোঝাতে কোন শব্দটি ব্যবহার করবেন?
শ্রদ্ধেয় সাধনানন্দ ভিক্ষু সব রকম তৃষ্ণামুক্ত হতে পেরেছেন। এ ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
শ্রদ্ধেয় কুলুং ছেয়াদ নির্বাণ সুখ উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। তিনি কীভাবে এ সুখ অর্জন করেছেন?
দুঃখ বারবার আঘাত হানে যেখানে- i. জন্ম-মৃত্য আছেii. কার্যকারণ সম্বন্ধ আছেiii. অঢেল সম্পত্তির মোহ আছেনিচের কোনটি সঠিক?
বিপশী বুদ্ধ একজন নির্বাণ সাক্ষাৎকারী ব্যক্তি। তিনি হবেন- i. তৃষ্ণামুক্তii. সবরকম দুঃখমুক্তiii. অঢেল সম্পত্তির মালিকনিচের কোনটি সঠিক?
নির্বাণ কত প্রকার?
বুদ্ধ কত বছর সাধনা করে নির্বাণ লাভ করেছেন?
উদ্দীপকে কীসের ইঙ্গিত রয়েছে?
একজন মানুষের পক্ষে উক্ত নির্বাণ লাভ সম্ভব হবে যদি সে- i. কামনা-বাসনা ত্যাগ করতে পারেii. সংসারধর্ম ত্যাগ করতে পারেiii. তৃষ্ণাজাত প্রবৃত্তি দমন করতে পারেনিচের কোনটি সঠিক?
জীবিত বুদ্ধের নির্বাণ লাভকে কী বলা হয়?
কত বছর বয়সে বুদ্ধ অনুপাদিসেস নির্বাণ লাভ করেছিলেন?