বিনয় পিটকে কী বর্ণিত হয়েছে?
গৌতম বুদ্ধের জীবন কাহিনীর ধারাবাহিক ইতিহাস জানার জন্য সুচেতা মারমা একটি গ্রন্থ পাঠ করলেন। এটি কোন গ্রন্থের প্রতি ইঙ্গিত প্রদান করে?
সূত্রপিটকের প্রধান ভাগগুলো হচ্ছে- i. দীঘ নিকায়ii. খুদ্দক নিকায়iii. সংযুক্ত নিকায়নিচের কোনটি সঠিক?
খুদ্দক নিকায়ের অন্তর্ভুক্ত গ্রন্থগুলো হচ্ছে -
i. খুদ্দক পাঠ
ii. জাতক
iii. ইতিবুত্তক
নিচের কোনটি সঠিক?
অভিধর্ম পিটকের মূল আলোচ্য বিষয় হচ্ছে- i. বৌদ্ধ দর্শনii. বৌদ্ধ চিত্তনiii. বৌদ্ধ নিয়মনীতিনিচের কোনটি সঠিক?
সূত্রপিটক কয়ভাগে বিভক্ত?
সূত্রপিটকের প্রথম ভাগ কোনটি?
দীঘ নিকায়ে সর্বমোট কয়টি সূত্র আছে?
দীর্ঘ নিকায়কে বিশ্লেষণ করলে যা পাওয়া যায়-
মনীষাদের ধর্মগ্রন্থের প্রথম আধারের মূল কথা কী?
উত্ত গ্রন্থের তৃতীয় আধারে আছে i. বৌদ্ধ দর্শনii. বৌদ্ধধর্ম সংক্রান্ত দার্শনীক ব্যাখ্যাiii. বৌদ্ধ দর্শনের সূক্ষাতি সূক্ষ বিশ্লেষণ
সুজনের পঠিত গ্রন্থটি কোন ধরনের নিকায়ের গ্রন্থ?
উক্ত গ্রন্থের আলোচ্য বিষয় সহজেই হৃদয়গ্রাহী করে তোলে। এর যথার্থ কারণ কোনটি? i. সহজ সরল রচনা নীতিii. বুদ্ধের জীবনদর্শনiii. বুদ্ধঘোষের রচনা
অনুচ্ছেদে ত্রিপিটকের কোন পিটকের ইঙ্গিত রয়েছে?
উক্ত পিটকের প্রথম গ্রন্থে যে বিষয়ের গুরুত্ব রয়েছে- i. ধর্ম-দর্শনii. নৈতিক ও মানবিক জীবনiii. বুদ্ধের জীবনচরিতনিচের কোনটি সঠিক?
দীঘ নিকায়ে কিসের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে?
পঞ্চ নিকায়ের মধ্যে কোনটি সর্বোত্তম?
মঞ্জিম নিকায়ের সূত্রগুলো বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
সংযুক্ত নিকায়ে মোট কয়টি সূত্র আছে?
অঙ্গুত্তর নিকায়ে মোট কয়টি সূত্র আছে?