কোন বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে?
এডুকে আরতি জানানোর জন্য কবি কোনটি জানেন না?
'না জানি ভকতি, নাহি জানি স্তুতি' এ উক্তির মর্মকথা হলো—
'প্রার্থনা' কবিতায় নিঃসম্বল কে?
'প্রার্থনা' কবিতায় 'নিঃসম্বল' শব্দ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
'প্রার্থনা' কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?
'প্রার্থনা' কবিতায় 'আমি নিঃসম্বল'-এর পরের চরণ কোনটি?
কবি কার কাছে তাঁর আঁখিজল সঁপতে চেয়েছেন?
কবি নিজেকে বিধাতার কাছে নিবেদন করেছেন —
'প্রার্থনা' কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?
'বিপদের ক্রোড়ে' শব্দটির সহজ বাংলা হলো-
ভুলি নি তোমারে এক পল'- এখানে 'এক পল' বলতে বোঝানো হয়েছে—
চরম অভাবে দিন কাটছে জমির আলির। সে মনে করে, ওপরওয়ালা সময়মতো তার সবকিছু ঠিক করে দেবেন। জমির আলির সাথে 'প্রার্থনা' কবিতার কবির কোন দিকটিতে মিল রয়েছে?
কবি কেন স্রষ্টাকে এক মুহূর্ত ভুলতে পারেন না?
'প্রার্থনা' কবিতার কোন চরণে স্রষ্টার প্রতি কবির গভীর আবেগ প্রকাশ পেয়েছে?
কবির পথের সম্বল কে?
কবি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন কোন চরণের মধ্য দিয়ে?
‘জীবনে মরণে শয়নে স্বপনে/তুমি মোর পথের সম্বল'—এখানে 'তুমি' কে?
স্রষ্টাকে কবি কী বিশেষণে বিশেষায়িত করেছেন?
তুমি মোর পথের সম্বল'- এ পঙ্ক্তিতে কী প্রকাশ পেয়েছে?