গঠনপ্রণালি অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
কামালের দেখা দ্বীপটির মৃত্তিকা কোন শিলা দ্বারা গঠিত?
কামালের দেখা দ্বীপটির মৃত্তিকা যে শিলা দ্বারা গঠিত তার বৈশিষ্ট্য হলো, এটি-
i. স্তরে স্তরে সজ্জিত
ii. রাসায়নিক পদার্থের সঞ্চায়ন
iii. জৈব পদার্থের সজ্জিত রূপ
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল বলে আগ্নেয় শিলাকে কী বলা হয়?
কোন শিলার কোনো স্তর নেই?
কয়লা রূপান্তরিত হয়-
আগ্নেয় শিলার অপর নাম কী?
কোন শিলায় কোনো জীবাশ্ম নেই?
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হলো-
কোনটি ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য?
আগ্নেয় শিলার সৃষ্টি—
আগ্নেয় শিলাকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেঁধে কোন শিলা তৈরি হয়?
ব্যাসল্ট ও গ্রানাইট কোন শিলার উদাহরণ?
গ্রানাইট কোন জাতীয় শিলা ?
কোনটির দানা খুব সূক্ষ্ম ও রং গাঢ়?
ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডি সাইট কোন শিলার উদাহরণ?
কোন শিলার দানাগুলো স্থূল ও হালকা রঙের ?
কোনটি আগ্নেয় শিলা?
কোন দুটি আগ্নেয় শিলা ?