ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে?
ভূপৃষ্ঠের স্বল্প সময়ে ব্যাপক পরিবর্তনের কারণ—
i. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ii. ভূ-কম্পন
iii. পৃথিবীর অভ্যন্তরের সংকোচন
নিচের কোনটি সঠিক?
দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কোনটি চাষের জন্য বিশেষ উপযোগী?
নদী উপত্যকার তলদেশকে কী বলে?
'X' নদীর পাড়ে বসেছিল। সে লক্ষ করল হঠাৎ নদীর পানিতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলো। সাথে সাথে সে নিজেও যেন কেঁপে উঠল উদ্দীপকে 'X' কোন দুর্যোগের সম্মুখীন হলো?
জীবাশ্ম কোন শিলায় থাকে?
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূ-কম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে কী বলে?
১৭৮৭ সালে আসাম নামক রাজ্যে ভূমিকম্পের ফলে যে নদীর গতি পরিবর্তন হয়েছিল তা হলো-
কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ?
ঊর্ধ্ব গতিতে নদীর প্রধান কার্য কোনটি?
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হলো—
i. এরা পাললিক শিলা দ্বারা গঠিত
ii. এই পর্বত বহুদূর পর্যন্ত বিস্তৃত
iii. এই পর্বত ভাজবিহীন
তানহার ভ্রমণকৃত স্থানের ভূমিরূপ কেমন?
ভূপৃষ্ঠের নিচে প্রতি কিলোমিটারে তাপ বাড়ে কত সেলসিয়াস?
গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত কিলোমিটার?
কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ কত কিলোমিটার পুরু?
আগ্নেয় পর্বত কোনগুলো?
অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ?
পৃথিবীর কেন্দ্রমণ্ডল কী দিয়ে গঠিত?
প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
বাংলাদেশের বরেন্দ্রভূমি কোন ধরনের সমভূমি?