উক্ত গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে—
i. মিথেন ও কার্বন ডাইঅক্সাইড
ii. মিথেন ও অ্যামোনিয়া
iii. মিথেন ও হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
X-গ্রহের উপগ্রহ কোনটি?
Y ও Z গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়—
i. উপগ্রহ সংখ্যায়
ii. সূর্য থেকে দূরত্বে
iii. নিজ অক্ষে আবর্তনে
দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি স্থানের মধ্যাহ্ন সূর্যের উন্নতি ৩৫° এবং বিষুবলম্ব ১০° দক্ষিণ হলে ঐ স্থানের অক্ষাংশ কত হবে?
কোন গ্রহে ৮৮ দিনে এক বছর হয় ?
আহ্নিক গতির ফলে—
i. দিবা-রাত্রি সংঘটিত হয়
ii. ঋতুর পরিবর্তন হয়
iii. সমুদ্রস্রোতের সৃষ্টি হয়
বার্ষিক গতির ফলে-
i. দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতুর ভিন্নতা দেখা যায়
iii. তাপমাত্রার পরিবর্তন হয়
পৃথিবীর আবর্তন গতির ফলে-
i. দিবারাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে
ii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি
iii. উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি
নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব, বা উৎপন্ন কোণ কত ডিগ্রী?
মঙ্গল গ্রহে জীব টিকে না থাকার কারণ-
i. অপর্যাপ্ত অক্সিজেন
ii. স্বল্প পরিমাণ পানি
iii. অত্যধিক কার্বন ডাইঅক্সাইড
কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
বিষুব রেখা কোনটি?
২৩১২° দক্ষিণ অক্ষাংশ হলো-
কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে?
সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা যায় কোন সালে ?
অথবা, হ্যালির ধূমকেতু সর্বশেষ কতসালে দেখা গেছে?
পৃথিবীর গতি কত প্রকার?
পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে প্রথম বিন্দুর কী বলে ?
পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে কত মিনিট লাগে?
নীহারিকা এর ইংরেজি শব্দ কী?