উদ্দীপকের মানচিত্রটি কোন প্রকারের?
উদ্দীপকে 'X' শহরের স্থানীয় সময় কত?
ফুজিয়ামা আগ্নেয়গিরিতে -
কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায়?
আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো?
উদ্দীপকে 'A' চিহ্নিত গ্রহ কোনটি?
'B' ও 'C' গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. উপগ্রহের সংখ্যায়
ii. পাক খাওয়ার ক্ষেত্রে
iii. সূর্যকে কেন্দ্র করে ঘুরে
নিচের কোনটি সঠিক?
কোন দেশের প্রমাণ সময় ৬ টি?
মানচিত্রের ভাষা হলো:-
i. বিভিন্ন রং
ii. সংখ্যা
iii. রেখা ও সংকেত
প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
কত সালে ইতালির পম্পেই নগরী আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে ডুবে গিয়েছিল?
নাফিসাহর দেখা ভূমিরূপটি কোনটি?
উক্ত ভূমিরূপটি সৃষ্টির কারণ-
i. নদীর মধ্যগতিতে সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে
ii. নদীর ঊর্ধ্বগতিতে পানি শক্ত শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে
iii. শক্ত শিলা নরম শিলার অনেক উপরে থাকার ফলে
নিচের উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:-
ভূমিরূপ-১ কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সংঘটিত হয়?
ভূমিরূপ ২ এর ক্ষেত্রে প্রযোজ্য —
নিরক্ষীয় এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়।
কোনটি আরব মালভূমির বায়ু?
মৌসুমি বায়ুর প্রভাবে-
i.বৃষ্টিপাত হয়
i. বায়ুর নিক পরিবর্তন হয়
iii. তাপের তারতম্য হয় না
মাহিন রংপুরে এবং রাকিব চট্টগ্রামে বসবাস করে। তাদের বসবাসের স্থান দুইটিতে শীত ও গ্রীষ্মে তাপের তারতম্য দেখা যায়।
উদ্দীপকের স্থান দুইটিতে তাপের তারতম্য হওয়ার কারণ কোনটি?
ম্যারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত?