বার্ষিক গতির ফলে
i. দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতুর ভিন্নতা দেখা যায়
iii. তাপমাত্রার পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ঊর্ধ্বগতিতে নদী- স
i. খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে নেমে আসে
ii. দু পাশের ভূমি কম ক্ষয় করে
iii. পরিণত অবস্থায় থাকে
দুর্যোগবৈশিষ্ট্যAএর প্রভাবে উপদ্রুত অঞ্চলে পরিবেশ রুক্ষ্ম হয়ে ওঠে।
ছকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও :
'A' চিহ্নিত দুর্যোগটি নিচের কোনটিকে নির্দেশ করে ?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
পাঠদানরত শিক্ষক বললেন, জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে এক ধরনের বৃষ্টিপাত ঘটায় । কিন্তু অন্য ঢালে বৃষ্টি হয় না ।
শিক্ষক কোন বৃষ্টিপাতের কথা বলেছেন?
বাংলাদেশের যে দুর্যোগটি চলমান প্রক্রিয়ায় সংঘটিত হয় তার প্রভাবে-
i. উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি পায়
ii. সরাসরি ১.৫ মিলিয়ন (প্রায়) লোক ক্ষতিগ্রস্ত হয়
iii. জমির মালিকগণ সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়-
i. বাল্যবিবাহ চালু রাখা
ii. নারীদের কর্মমুখী করা
iii. পুত্র ও কন্যা উভয় সন্তানকে প্রাধান্য দেওয়া