কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হলো—
একই সরলরেখায় গড়ে উঠে কোন বসতি?
মাশরাফি ভূগোল ও পরিবেশ বইয়ের মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে গড়তে গিয়ে এমন একটা জ্যোতিস্ক সম্পর্কে জানল যেটিকে বিজ্ঞানীরা এক বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন । মাশরাফি কোন জ্যোতিষ্ক সম্পর্কে জানল ।
জীবজগৎ ধ্বংস হয় বায়ুমণ্ডলে-
i. আল্ট্রা ভায়োলেট রে প্রবেশ করলে
ii. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে
iii. অক্সিজেনের ঘাটতি হলে নিচের কোনটি সঠিক?
মেহরাবের ভূগোল বইয়ে পড়া বৃহৎ শিল্পকারখানা কোনটি?
উদ্দীপকে উল্লিখিত শক্তি সম্পদটি ব্যবহৃত হয়—
i. গ্যাসের বিকল্প হিসাবে
ii. জ্বালানি হিসাবে
iii. শিল্পের কাঁচামাল হিসাবে
নিচের কোনটি সঠিক?
সুব্রতোর বাবা যে শিল্পে কাজ করেন সেখানে বাঁশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। সুব্রতোর বাবা কোন শিল্পে কাজ করেন?
দরিরামপুর কার স্মৃতি বিজড়িত এলাকা?
জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি নির্ভর করে-
i. জন্মহারের উপর
ii. মৃতহারের উপর
iii. অভিবাসন দ্বারা
টারশিয়ারি যুগের পাহাড় দেখতে পাওয়া যায় বাংলাদেশের-
i. উত্তর অঞ্চলে
ii. উত্তর-পূর্বাঞ্চলে
iii. দক্ষিণ-পূর্বাঞ্চলে
কোনটি অনবায়নযোগ্য সম্পদ?
গ্রীনিচের (০) স্থানীয় সময় যখন দুপুর ১২টা তখন ২° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত হবে?
গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি?
বেকারি কারখানার জন্য প্রয়োজন-
i. স্বল্পমূলধন
ii. ব্যাপক অবকাঠামো
iii. কম শ্রমিক নিচের কোনটি সঠিক?
সুমনের জমিতে উৎপাদিত ফসল কোনটি?
উক্ত ফসলটি কোথায় ভালো হয়?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
লাবণীর বাড়ি দিনাজপুর। তার বাড়ি থেকে কিছুটা দূরেই বিশাল বনভূমি। লাবণী লক্ষ করেছে গ্রীষ্মকালে বনভূমির বৃক্ষগুলোতে নতুন পাতা গজায় ।
উদ্দীপকে উল্লিখিত বনভূমিটির বৃক্ষ কোনটি?
সড়কপথ গড়ে ওঠার জন্য প্রয়োজন—
i. ঢালু ভূমি
ii. সমতল ভূমি
iii. মৃত্তিকার শক্ত বুনন
ভারতীয় উপমহাদেশের স্থানীয় বায়ু কোনটি?