বাংলাদেশের কোন জেলা ও ভারতের শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়?
শীতপ্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প পেঁজা তুলার মতো নিচে পতিত হয়, তাহার নাম কী?
আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তীতে অবস্থিত মহাসাগরের গড় গভীরতা কত মিটার?
জনসংখ্যার ঘনত্ব ও বণ্টনের অপ্রাকৃতিক প্রভাবক হলো-
i. শিক্ষা ও শিল্পাঞ্চল
ii. ভূ-প্রকৃতি ও শিল্পাঞ্চল
iii. খাদ্য ও বস্ত্র
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশে, জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
অপরিকল্পিত নগরায়ণের ফলে নেতিবাচক যে যে প্রভাব পড়ে -
i. বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি হয়
ii. সৃষ্টি হচ্ছে বস্তি
iii. ব্যাপক পরিবেশ অবক্ষয় ঘটে থাকে
ভারতের মুম্বাই কী ধরনের নগর?
মানুষের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হলো-
i. পশুপালন ও যন্ত্রপাতি প্রস্তুতকরণ
ii. পশুশিকার ও কাঠসংগ্রহ
iii. খনিজ উত্তোলন ও কৃষিকার্য
বরেন্দ্র ভূমির মাটির রং কোনটি সঠিক?
বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়?
পাট উৎপাদনের জন্য কোন ধরনের মৃত্তিকার প্রয়োজন?
চাপালিশ, ময়না, তেলসুর, বাঁশ বাংলাদেশের কোন বনভূমিতে অবস্থিত?
কোন কারণে পার্বত্য চট্টগ্রামে রেলপথ নাই?
বাংলাদেশে সড়ক পথ যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ-
i. উৎপাদিত কৃষিপণ্য বণ্টন
ii. দ্রুত যোগাযোগ
iii. বাজার ব্যবস্থার উন্নতি
'C' গ্রহের উপগ্রহ নিচের কোনটি?
'A' ও 'B' গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. সূর্য থেকে দূরত্ব
ii. উপগ্রহের সংখ্যা
iii. আবর্তনকাল
মানচিত্রের 'B' চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো-
i. পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার
ii. পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত
iii. সর্বোচ্চ শৃঙ্গ আছে
ভিন্ন ভিন্ন ফসল একই জমিতে বার বার উৎপাদন করলে -
i. জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত
ii. অধিক সারের প্রয়োজন
iii. মাটির পুষ্টি রক্ষা হয়
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে 'সাড়াদান'-এর পরবর্তী কার্যক্রম কোনটি?
জেন্ডার সমতাবিধান ও নারী ক্ষমতায়নের ফলাফল কোনটি?