মঙ্গল গ্রহে জীবের টিকে থাকা অসম্ভব, কারণ—
i. অপর্যাপ্ত অক্সিজেন
ii. স্বল্প পরিমাণ পানি
iii. মিথেন ও কার্বন গ্যাস
নিচের কোনটি সঠিক?
বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার হয়?
'ক' শহরের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং 'খ' শহরের দ্রাঘিমা ৭০° পূর্ব। 'ক' শহরের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিট হলে ‘খ' শহরের স্থানীয় সময় কত?
হাওয়াই দ্বীপের মাওনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি?
রনি দিনাজপুর জেলায় বসবাস করে। রনির বসবাসকৃত অঞ্চলটি কোন সমভূমির অন্তর্ভুক্ত?
কোনটি চ্যুতি-স্তূপ পর্বতের উদাহরণ?
বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোন অঞ্চলে অবস্থিত?
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে ধরনের দুর্যোগের সৃষ্টি হয় তা হলো-
i. ঘূর্ণিঝড়
ii. খরা
iii. জলোচ্ছ্বাস .
P পর্বতের উদাহরণ কোনটি?
উদ্দীপকের আলোকে Q ও R পর্বতের ক্ষেত্রে প্রযোজ্য—
কোনটি বিকর্ষণমূলক কারণ হিসেবে অভিবাসনের ক্ষেত্রে ভূমিকা রাখে?
কত সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে?
মেরু অঞ্চলে সমুদ্রস্রোত কখন সৃষ্টি হয়?
১.৬৮ মিটার প্রস্থের রেলপথকে কী বলে?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি মানুষ ভারতে গমন করে ।
উদ্দীপকে বাংলাদেশ থেকে ভারতে গমন কোন ধরনের অভিবাসন?
বোরো ধান ভালো হয় কোন জেলায়?
পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি?
নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত?
রাহাত বিটিভির গ্রামাণ্য চিত্রে দেখতে পেলেন যে একটি গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
উদ্দীপকে কোন গ্যাসের কথা বলা হয়েছে?
“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” —উক্তিটি কার?