কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কয়ভাবে কার্যকর করা যায়?
কোনো দেশের জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি নির্ধারিত হয়—
i. ঐ দেশের জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিবাসন দ্বারা
নিচের কোনটি সঠিক?
আকর্ষণমূলক কারণ—
i. আত্মীয়স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত জনগণের নৈকট্য লাভ
ii. সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য
iii. বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা
বিকর্ষণমূলক কারণ—
i. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা
ii. অর্থনৈতিক মন্দা
iii. সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য
অভিবাসনের স্বাভাবিক ফলাফল-
i. জনসংখ্যা বন্টন
ii. আনন্দ ভ্রমণ
iii. অবস্থানিক পরিবর্তন
সুমন গত পনেরো বছর অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তা হলে -
i. সুমন অস্ট্রেলিয়া প্রবাসী
ii. সুমনের নিজ দেশ অস্ট্রেলিয়া
iii. সুমন বাংলাদেশের অভিবাসী
মৃত্যুহার নির্ণয়ে বয়স নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ—
i. বয়স অনুযায়ী মৃত্যুহার
ii. বার্ধক্যজনিত মৃত্যুহার
iii. অকাল মৃত্যুর হার
কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে?
যারা দেশের বাইরে সামরিকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদের কী বলে?
জনসংখ্যা কোন ধরনের উপাদান?
বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
বাংলাদেশের আয়তন কত?
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলে তাকে কী বলে?
আলোচ্য অংশে কোন ধরনের অভিবাসন ঘটেছে?
উক্ত অভিবাসনের ফলে আশ্রয়দাতা দেশটির পরিবর্তন হতে পারে—
i. অর্থনৈতিক
ii. সামাজিক
iii. জ্ঞান বৈশিষ্ট্যগত
দ্বীপনের বন্ধুর এলাকা কোনটি?
বান্দরবান এলাকায় প্রাকৃতিক কারণে জনবসতি কম হওয়ার কারণ—
i. মৃত্তিকা
ii. জলবায়ু
iii. ভূপ্রকৃতি
কাম্য জনসংখ্যা কোনটি?
পৃথিবীর স্থলভাগের প্রায় অর্ধেক অংশে জনসংখ্যা বসতির শতকরা পরিমাণ কত?