পরিচলন বৃষ্টি সংঘটনের জন্য প্রয়োজন-
i. প্রচণ্ড সূর্য কিরণ
ii. ঊর্ধ্বমুখী বায়ু
iii. ঘনীভবন
নিচের কোনটি সঠিক?
বৃষ্টিপাতের কারণ—
i. সূর্যের উত্তাপ
ii. বাতাসের জলীয়বাষ্পের উপস্থিতি
iii. বায়ুমণ্ডলের উচ্চতা হ্রাস পাওয়া
শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে—
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
অন্তরা কী ধরনের বৃষ্টিপাত দেখেছিল?
বায়ুতে শতকরা কত ভাগ অক্সিজেন আছে?
রিংকু কোন ধরনের বৃষ্টিপাত দেখছিল?
উপরের চিত্রটি কী ধরনের বৃষ্টিপাত নির্দেশ করে?
মধ্যপ্রাচ্যে অনেক গর্বত থাকা সত্ত্বেও চিত্রে অঙ্কিত শ্রেণির বৃষ্টিপাত হয় না কেন?
i. সমুদ্র থেকে অনেক দূরে বলে
ii. মরুভূমির আধিক্যের কারণে
iii. বায়ু জলীয়বাষ্পহীন থাকার কারণে
ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে কী বলে?
পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তনশীল?
কী কারণে বায়ু একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়
বায়ু যে উষ্ণতায় জলীয়বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে ?
“বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়”— সূত্রটির নাম কী ?
ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
পৃথিবীতে কত ধরনের বায়ুপ্রবাহ দেখা যায়?
নিয়ত বায়ু কয় প্রকার?
উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় কত কিমি. বেগে প্রবাহিত হয়?
দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় কত কিমি. বেগে প্রবাহিত হয়?
মিশরের স্থানীয় বায়ুর নাম কী?