দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলা হয়?
পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তাকে কী বলে?
বাংলাদেশের ভিস্তা ও করতোয়া কোন নদীর উপনদী?
মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে কী বলে ?
বাংলাদেশের কুমার ও গড়াই কোন নদীর শাখা নদী?
যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদীর কী বলে?
নদী উপত্যকার তলদেশকে কী বলে?
উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের আয়তন, গভীরতা, ঢাল, স্রোতের বেগ প্রভৃতির ওপর ভিত্তি করে নদীর গতিপণকে কয়ভাগে ভাগ করা ?
নদীর প্রাথমিক অবস্থা কীরূপ ছিল?
পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে কী বলে?
উর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ কী?
মধ্যগতিতে নদী কীসের উপর দিয়ে প্রবাহিত হয়।
বাংলাদেশের অধিকাংশ স্থান কীরূপ?
নদীর কোন পর্যায়ে জল প্রপাতের সৃষ্টি হয়?
নদীর জীবনচক্রের শেষ পর্যায় কোনটি?
নদী কয়ভাবে ভূমিরূপের সৃষ্টি করে?
গিরিখাতের অপর নাম কী?
সিন্ধু নদের গিরিখাতটি কত মিটার গভীর?
পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
অত্যন্ত সংকীর্ণ ও গভীর গিরিখাতকে কী বলে?