অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে?
নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
লাল গোলাপ ফুল লাল দেখার কারণ-
i. কেবল লাল রং প্রতিফলিত করে
ii. লাল রং ছাড়া সব রং শোষণ করে
iii. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
নিচের কোনটি সঠিক?
দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে ?
AB কে দর্পণের দিকে 10 cm সরালে-
i. অবাস্তব বিম্ব গঠন করে
ii. লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারের বিম্ব গঠন করে
iii. সোজা বিম্ব গঠন করে
কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?
একটি বাক্সকে, ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা-
যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?
সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
ক্ষমতার মাত্রা কোনটি?
রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?
একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে—
i. এর রৈখিক বিবর্ধন 1
ii. বিম্বের আকৃতি খর্বিত
iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা
বর্তনীর তুল্য রোধ কত ওহম হবে?
বর্তনীর ক্ষেত্রে-
i. তড়িৎ প্রবাহ 1.6 A
ii. সবগুলো রোধ সমান্তরালে সাজালে তড়িৎপ্রবাহ হবে 5.29 A
iii. AB অংশের তুল্য রোধ AC অংশের তুল্য রোধ অপেক্ষা কম
সরাসরি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে?
নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়?
40m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?
সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত?