বর্গাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 10 em | পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে, বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হবে?
ইলেকট্রনিক্স গড়ে উঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে—
আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে?
ভর ও শক্তির মাঝে সম্পর্ক স্থাপন করেন কোন বিজ্ঞানী?
স্প্রিং এ ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কীরূপ?
মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
একটি মোটরগাড়ির বেগ 60 kmh-1। ঐ গাড়িটি 5s এ 2ms-2 ত্বরণ সৃষ্টি করলে গাড়িটির শেষ বেগ কত?
কানো গাড়ির বেগ 15 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 sec পর 75 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি?
নিচের কোনটি ভেক্টর রাশি?
অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কী বলে?
মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু-
i. নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক
ii. ভিন্ন ভিন্ন সময়ে ভূপৃষ্ঠে পৌছে
iii. এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
AB কী নির্দেশ করে?
লেখচিত্রের-
i. BC অংশের বেগ অপরিবর্তনীয়
ii. AB অংশের ত্বরণ 2ms-2
iii. ১ম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 200 m
বস্তুটির ত্বরণ কত?
বস্তুটি নিক্ষেপের কত সেকেন্ড পর ভূমিতে পড়বে?
কোনটি সঠিক?
40 m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
একটি পড়ন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারে?
মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 2s এ 4m দূরত্ব অতিক্রম করলে 4s এ অতিক্রান্ত দূরত্ব কত?