একটি তড়িচ্চালক শক্তি 10 V এবং অভ্যন্তরীণ রোধ 1Ω। 2Ω এবং 4Ω মানের রোধ দুটি শ্রেণি এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে?
স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে?
নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয়—
i. বিভব শক্তি
ii. সাম্য বল
iii. পীড়ন
নিচের কোনটি সঠিক?
সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়?
জড়তার পরিমাপ কোনটি?
কোনো পদার্থের মোট তাপের পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্কযুক্ত?
তড়িৎ আধানরূপে শক্তি সঞ্জয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কী বলে?
কোনো তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে 15 C এর একটি আহিত বস্তু স্থাপন করে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 20 NC-1 পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে?
কম্যুটেটর কি দিয়ে তৈরি করা হয়?
একটি ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5A. গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?
শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত?
তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে 10 C আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 NC-1 তড়িৎ তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত?
কোনটি শক্তির মাত্রা?
অবতল দর্পণের মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে এর বিম্ব কোথায় পাওয়া যায়?
উত্তল দর্পণে গঠিত বিম্ব-
i. দর্পণের পিছনে গঠিত হয়
ii. বাস্তব ও উল্টা হয়
iii. সর্বদা খর্বিত হয়
আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. 6 cm বাতাস ভেদ করতে পারে না
iii. জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে
বন্দুক থেকে গুলি ছুঁড়লে-
i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়
ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়
iii. বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায কম হয়
সিলিকনের সাথে বোরন যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়?