একটি তড়িচ্চালক শক্তি 10 V এবং অভ্যন্তরীণ রোধ 1Ω। 2Ω এবং 4Ω মানের রোধ দুটি শ্রেণি এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে?
তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয়—
i. বিভব শক্তি
ii. সাম্য বল
iii. পীড়ন
নিচের কোনটি সঠিক?
কোনো তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে 15 C এর একটি আহিত বস্তু স্থাপন করে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 20 NC-1 পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে 10 C আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 NC-1 তড়িৎ তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত?
উত্তল দর্পণে গঠিত বিম্ব-
i. দর্পণের পিছনে গঠিত হয়
ii. বাস্তব ও উল্টা হয়
iii. সর্বদা খর্বিত হয়
আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. 6 cm বাতাস ভেদ করতে পারে না
iii. জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে
বন্দুক থেকে গুলি ছুঁড়লে-
i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়
ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়
iii. বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায কম হয়