অপরিবাহী পদার্থ হচ্ছে-
i. রাবার
ii. সিলিকন
iii. শুকনা কাঠ
নিচের কোনটি সঠিক?
তামার তারের রোধ বেশি হয়-
i. তাপমাত্রা বৃদ্ধি করলে
ii. দৈর্ঘ্য বৃদ্ধি করলে
iii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে
কোনো পরিবাহীর পরিবাহকত্ব নির্ভর করে-
i. পরিবাহীর উপাদানের উপর
ii. পরিবাহীর তাপমাত্রার উপর
iii. পরিবাহীর দৈর্ঘ্যের উপর
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-
i. অন্তরকের
ii. পরিবাহকের
iii. অর্ধ পরিবাহকের
উচ্চ রোধকন্তু বিশিষ্ট পদার্থ ব্যবহার করা হয়-
i. বৈদ্যুতিক কেটলিতে পানি খুব দ্রুত গরম করতে
ⅱ. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে
iii. তড়িৎবাহী তারে
নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর রোধ এর-
i. দৈর্ঘ্যের সমানুপাতিক
ii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক
iii. উপাদানের উপর নির্ভরশীল নয়
কোন পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে, যদি পরিবাহীর-
ⅰ. দৈর্ঘ্য বৃদ্ধি পায়
ii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা বৃদ্ধি পায়
বর্তনীর সমবায়ে-
। শ্রেণি সংযোগে বর্তনীর সকল বিন্দুতে তড়িৎ প্রবাহের মান সমান
ii. শ্রেণি সংযোগে বর্তনীর বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বিভিন্ন
iii. সমান্তরাল সংযোগে শাখা প্রবাহের সমষ্টি বর্তনীর মূল প্রবাহের সমান
একাধিক তড়িৎ কোষকে বর্তনীতে শ্রেণিতে সংযুক্ত করলে-
i. তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়
ii. ভোল্টেজ বৃদ্ধি পায়
iii. তড়িৎ প্রবাহ হ্রাস পায়
একই মানের তিনটি বাল্ব বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করলে-
i. প্রত্যেকটি বাল্ব সমান আলো দিবে
ii. একটি বাল্ব নষ্ট হলেও বাকীগুলো জ্বলবে
iii. প্রতি বাল্বের জন্য বিভব পার্থক্য এক-তৃতীয়াংশ হবে
বিয়ে বাড়িতে আলোক সজ্জায় ব্যবহৃত বর্তনী হলো-
i. শ্রেণি বর্তনী
ii. সমান্তরাল বর্তনী
iii. সমান্তরাল সন্নিবেশ
বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য আবশ্যক-
i. ভূ-সংযোগ তার
ii. নিরপেক্ষ তার
iii. জীবন্ত তার