শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10C আধান প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহ 5A হলে প্রবাহের সময়-
i. 10 s
ii. 50 s
iii. 2 s
নিচের কোনটি সঠিক?
পরিবাহীর আধান প্রবাহ অপরিবর্তিত রেখে সময় বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ-
i. বৃদ্ধি পাবে
ii. হ্রাস পাবে
iii. অপরিবর্তিত থাকবে
একটি বাল্বের গায়ে 100W - 220V লেখা আছে, এর অর্থ-
i. বাল্বটির রোধ 484 Ω
ii. বাল্বটি প্রতি সেকেন্ডে 100। বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে
iii. বাল্বটি 0.455 A বিদ্যুৎ প্রবাহিত হয়
বিভব পার্থক্য, রোধ, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে-
ⅰ. যত কম বিভব পার্থক্য তত কম বিদ্যুৎ প্রবাহ
ii. বিভব পার্থক্য নেগেটিভ হলে বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন করছে
iii. রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম হবে
পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে-
i. রোধ দ্বিগুণ হবে
ii. তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে
iii. তড়িৎ প্রবাহ এক-চতুর্থাংশ হবে
V বনাম । লেখচিত্রটি-
i. একটি সরলরেখা
ii. বক্ররেখা
iii. মূল বিন্দুগামী
কোন পরিবাহীর বিভব পার্থক্য ৪V হলে, তড়িৎ প্রবাহ 2A হয়, অতএব এর-
i. রোধ 2Ω
ii. রোধ 4Ω
iii. পরিবাহিতা 0.25Ω-1
পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ পরিবর্তন হবে যদি-
i. পরিবাহীর দৈর্ঘ্য পরিবর্তন হয়
ii. তাপমাত্রা পরিবর্তন হয়
iii. উপাদান পরিবর্তন হয়
রোধকের প্রকারভেদগুলো হলো-
i. স্থির রোধক
ii. পরিবর্তনশীল রোধক
iii. আপেক্ষিক রোধক
তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে-
i. তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক
ii. রোধ, তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক
iii. রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক
পরিবাহিকতা সম্পর্কে প্রযোজ্য-
i. তাপমাত্রা বাড়ালে সিলিকনের রোেধ হ্রাস পায়
ii. তাপমাত্রা বাড়ালে রুপার পরিবাহিকতা বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা বাড়ালে কার্বনের রোেধ হ্রাস পায়।
বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে-
i. শ্রেণি বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একটি মাত্র পথ থাকে
ii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একাধিক পথ থাকে
iii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ একটিমাত্র পথ থাকে
চিত্রের বর্তনীতে-
i. প্রবাহের মান শূন্য
ii. অ্যামিটার পাঠ হবে 2A
iii. অভ্যন্তরীণ রোধ শূন্য
5Ω মানের পাঁচটি রোেধ সমান্তরালে সংযুক্ত থাকলে-
i. তুল্যরোধ হবে 25Ω
ii. তুল্যরোধ হবে 1Ω
iii. পরিবাহিতা 1Ω-1
তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন-
i. সার্কিট ব্রেকার
ii. ইন্টিগ্রেটেড সার্কিট
iii. সুইচের সঠিক সংযোগ
বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ভোল্টেজ উৎসের সংযোগকারী তার দুটিকে বলা হয়-
i. জীবন্ত তার
ii. ঋণাত্মক তার
iii. নিরপেক্ষ তার