আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii. বিভেদ তলে আলো তির্যকভাব আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে-
i. প্রতিফলনের নিয়ম মেনে চলে
ii. প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি
iii. ক্রান্তিকোণ আপতন কোণ অপেক্ষা বড়
অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
i. এক স্থান থেকে অন্যস্থানে বৈদ্যুতিক সংকেত আদান-প্রদানে
ii. এন্ডোস্কোপির ক্ষেত্রে
iii. টেলিকমিউনিকেশনে
উত্তল লেন্সে বাস্তব বিম্ব গঠিত হয়, যদি বস্তু-
i. 2F থেকে দূরে অবস্থিত হয়
ii. 2F এ অবস্থিত হয়
iii. F ও O এর মধ্যে অবস্থিত হয়
একটি উত্তল লেন্সের প্রধান ফোকাস দিয়ে গমনকারী ভিন্ন দুটি আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর-
i. পরস্পর সমান্তরালে গমন করে
ii. পরস্পর লম্বভাবে গমন করে
iii. প্রধান অক্ষের সমান্তরালে গমন করে
অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব-
i. বাস্তব ও উল্টো হবে
ii. অত্যন্ত খর্বিত হবে
iii. বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে
একটি লক্ষ্যবস্তুকে বয়ান ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হলো-
i. প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর অবস্থানে গঠিত হবে
ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো হবে
iii. প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান হবে
রেটিনার কোন কোষের-
i. তীব্র আলোতে সাড়া দেয়
ⅱ. রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়
iii. বস্তুর নড়াচড়া বুঝিয়ে দেয়