নিয়মিত প্রতিফলনে আলোক রশ্মি-
i. অভিসারী হয়
ii. অপসারী হয়
iii. সমান্তরাল হয়
নিচের কোনটি সঠিক?
আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নির্ভর করে-
i. কত কোণে রশ্মি আপতিত হচ্ছে অর উপর
ii. প্রথম মাধ্যমের প্রকৃতির উপর
iii. দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর
রঙিন তলে তথা কাপড় বা দেয়ালে আলো আপতিত হলে-
i. আলো আংশিক শোষিত হয়
ii. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
iii. আলোর অনিয়মিত প্রতিফলন ঘটে
ফোকাস তলের বৈশিষ্ট্য হচ্ছে-
i. এটি প্রধান অক্ষের সাথে লম্ব
ii. এটি প্রধান ফোকাস গামী
iii. প্রধান ফোকাস ফোকাস তলের একটি বিন্দু
গোলীয় দর্পণের ক্ষেত্রে-
i. উত্তল দর্পণ অভিসারী দর্পণ
ii. উত্তল দর্পণ অপসারী দর্পণ
iii. অবতল দর্পণ অপসারী দর্পণ
অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব নিম্নরূপ হতে পারে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও সোজা
iii. লক্ষ্যবস্তুর সমান
বাস্তব বিম্ব তৈরি হয়-
i. সিনেমার পর্দায়
ii. ডিজিটাল ক্যামেরায়
iii. সমতল দর্পণে
পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাংক 0.75 এবং বায়ুতে আলোর বেগ 3 × 108 ms-1 হলে পানিতে আলোর বেগ কত?
বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 43 হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে?