গোলীয় দর্পণ হওয়ার শর্ত-
i. দর্পণের পৃষ্ঠ মসৃণ হবে
ii. আলোকরশ্মির নিয়মিত প্রতিফলন হবে
iii. দর্পণ বেশ পুরু হবে
নিচের কোনটি সঠিক?
অবাস্তব বিম্ব-
i. চোখে দেখা যায়
ii. পর্দায় ফেলা যায়
iii. অবতল ও উত্তল দর্পণে উৎপন্ন হয়
বিম্বের আকার নির্ভর করে-
i. দর্পণের উপর
ii. বস্তুর অবস্থানের উপর
iii. লেন্সের ধরনের উপর
আলো-
i. এক প্রকার শক্তি
ii. এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. কোন মাধ্যমে সরল পথে চলে
আলো কণার ন্যায় আচরণ করে কোন আলোকীয় ঘটনায়-
i. ঋজুগতি
ii. প্রতিফলন
iii. সমবর্তন
একটি সমতল দর্পণের প্রতিবিম্ব-
i. বাস্তব
ii. সোজা
iii. সমান দৈর্ঘ্যের
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য-
i. বিম্ব অবাস্তব ও সোজা
ii. বিম্ব অবাস্তব ও সমান দৈর্ঘ্যের
iii. দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তার অর্ধেক
লাল গোলাপ ফুল লাল দেখার কারণ-
i. কেবল লাল রং প্রতিফলিত করে
ii. লাল রং ছাড়া সব রং শোষণ করে
iii. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
একটি দর্পণে অসদ বিম্ব হলে দর্পণটি হচ্ছে-
i. সমতল
ii. অবতল
iii. উত্তল
গোলীয় দর্পণের ক্ষেত্রে-
i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়।
ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ
iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এক বিন্দুতে অভিসারিত হয়
অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর-
i. বক্রতার কেন্দ্র দিয়ে যায়
ii. প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়
iii. প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়
একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে-
i. এর রৈখিক বিবর্ধন 1
ii. বিম্বের আকৃতি খর্বিত
iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা