ফ্লানেল কাপড়ের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে—
i. উভয়েই ঋণাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়—
i. তার কুণ্ডলীর পাক বা প্যাচের সংখ্যা বাড়িয়ে
ii. চুম্বককে বা তার কুণ্ডলীকে আস্তে আস্তে আনা নেয়া করে
iii. চুম্বকের মেরু শক্তি হ্রাস করে
পেট্রোলিয়াম সম্পর্কিত নিচের বাক্যগুলোর লক্ষ্য করি-
i. পেট্রোলিয়াম একটি গ্রিক শব্দ
ii. পেট্রোলিয়ামজাত সামগ্রির প্রধান ব্যবহার হলো তড়িৎ ও যান্ত্রিক শক্তি উৎপাদনে
iii. পরিবহনের জ্বালানি হিসেবে পেট্রোলিয়ামের জুড়ি নেই
কোনো বাতির ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 V. এর রোধ 4Ω হলে তড়িৎ প্রবাহের মান কত?
তামার আপেক্ষিক তাপ 400J kg-1 K-1 হলে 5 kg তামার তাপধারণ ক্ষমতা কত ?
বাতাসে শব্দের বেগ 340 ms-1 এবং প্রতিধ্বনি শোনার সময় 1.5s হলে, উৎস এবং প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব কত?
গৌণ কুণ্ডলীর তড়িৎপ্রবাহ তিনগুণ করলে মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যার কী পরিবর্তন হবে?