বাতাসে সৃষ্ট একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 20 cm এবং কম্পাঙ্ক 1700 Hz হলে-
ⅰ. শব্দটির বেগ 340 m s-1
ii. শব্দটির পর্যায়কাল 0.000588 m s-1
iii. শব্দটির তরঙ্গদৈর্ঘ্য 0.2 m
নিচের কোনটি সঠিক?
সূর্যের আলোর ক্ষেত্রে-
i. এটি তাড়িত চৌম্বক তরঙ্গ
ii. এটি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ
iii. কম্পাঙ্ক বেশি হলে বেগও বেশি হয়
কোন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, শব্দ তরঙ্গের ক্ষেত্রে সম্ভব-
i. প্রতিফলন
ii. প্রতিসরণ
iii. উপরিপাতন
অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত?
পানির তরঙ্গ কম্পনের দিকের সাথে কত কোণে অগ্রসর হয়?
কোনো রেডিও তরঙ্গের সঞ্চালনের দিকের সাথে এই তরঙ্গের কোনো কণার কম্পনের দিক কত ডিগ্রি কোণ তৈরি করে?
কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
দুটি সুরশলাকার কম্পাঙ্ক 200 Hz ও 600 Hz শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত?
A ও B সুরশলাকা দুটির বাতাসে কম্পাঙ্ক যথাক্রমে 384 Hz এবং 128 Hz । A ও B সুরশালাকা দুটির বাতাসে উৎপন্ন তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত কত?
বাতাসে 16.6 kHz কম্পাঙ্কের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে?
তরঙ্গের ক্ষেত্রে কত ডিগ্রি পরপর কণাসমূহ সমদশা প্রাপ্ত হয়?
একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 10 cm বাতাসের বেগ 350 ms-1 হলে, পর্যায়কাল কত?
কোনো মানুষ 20°C তাপমাত্রায় 5000Hz কম্পাংকের একটি শব্দ শুনতে পেল। শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য কত?
250 Hz কম্পাঙ্কবিশিষ্ট একটি সুর শলাকা থেকে নিঃসৃত শব্দ বাতাসে ও এ 1020 m অতিক্রম করে। বাতাসে শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত?
তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না?
কোনটি শব্দেতর তরঙ্গের উদাহরণ?
উৎসের কম্পন প্রতি সেকেন্ডে 20,000 এর বেশি হলে সৃষ্ট শব্দটি কিরূপ?
বাদুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?