একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 36.89°C। ফারেনহাইট স্কেলে তার পাঠ কত হবে?
কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান?
পদার্থের প্রসারণকে বিশ্লেষণ করার জন্য কয়টি রাশি রয়েছে?
1 m দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা । K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাঁকে ঐ দণ্ডের উপাদানের কি বলে?
আয়তন প্রসারণ সহগের একক কোনটি?
একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তাকে কী বলা হয়?
20°C তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 100 ml 50°C তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
0°C তাপমাত্রার 1 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণতি করতে কী পরিমাণ তাপ লাগবে?
তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সফল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে?
কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলের স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
আপেক্ষিক তাপ কী?
আপেক্ষিক তাপের একক কোনটি?
তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?
তামার আপেক্ষিক তাপ 400 Jkg-1 'K-1 হলে 5 kg তামার তাপধারণ ক্ষমতা কত?
রুপার আপেক্ষিক তাপ 230 J kg-1K-1 হলে 5 kg রুপার তাপধারণ ক্ষমতা কত?
পানির আপেক্ষিক তাপ কত?