সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত পারদ স্তম্ভের চাপের সমান?
এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-
এভারেস্ট পর্বতশৃঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের তুলনায় কত কম?
৪০ মিটার গভীরে অবস্থিত 10 kg ভরের একটি মাছের উপর কত বায়ুর চাপ ক্রিয়া করবে?
এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমণ্ডলীয় পারদ চাপ কত হবে?
পৃথিবীর পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ 960 mm পারদ চাপ হলে, এভারেস্ট পর্বতশৃঙ্গে বায়ুমন্ডলীয় চাপ কত হবে?
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5 m2 এবং বায়ুমণ্ডল তার দেহের উপর 1.5 × 105 N বল প্রয়োগ করলে পূর্ণবয়স্ক মানুষের চাপ কত?
ব্যারোমিটারের উচ্চতার পরিবর্তন দেখে আমরা কী বুঝতে পারি?
ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?
পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্কে কোনটি?
পীড়নের একক কোনটি?
নিচের কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক?
ইয়াংস মডুলাসের (স্থিতিস্থাপক) একক কী?
একটি 1 mm ব্যাসের তারে 98 N ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে?
একই উপাদানের সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত 2 : 3। তার দুটিকে সমান বলে টানলে পীড়নের অনুপাত কত হবে?
একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 × 1011 N m-2, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত?
কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
পীড়নের মাত্রা কোনটি?
তামার ইয়াং মডুলাস কত?
কোনটিকে পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরা যায়?