একনায়কের মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব সৃষ্টি করে—
i. ভালোবাসা
ii. ক্ষমতা
iii. ক্ষমতার লোভ
নিচের কোনটি সঠিক?
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রযোজ্য-
i. ব্যক্তি রাষ্ট্রের জন্য
ii. রাষ্ট্র ব্যক্তির জন্য নয়
iii. ব্যক্তি স্বেচ্ছাচারী
রাজতন্ত্রে উত্তরাধিকার ক্ষেত্রে প্রযোজ্য-
i. রাজার ছেলে বা মেয়ে
ii. রাষ্ট্রের রাজা বা রানি
iii. রাষ্ট্রের সাধারণ জনগণ
কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হলো—
i. যুক্তরাজ্য
ii. সুইডেন
iii. নরওয়ে
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো—
i. এতিমখানার ব্যবস্থা
ii. খাদ্য ভর্তুকি প্রদান
iii. কর্মসংস্থানের ব্যবস্থা
কল্যাণমূলক রাষ্ট্রে প্রদান করে—
i. বেকার ভাতা
ii. অবসরকালীন ভাতা
iii. প্রতিবন্ধী ভাতা
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য—
i. সচ্ছলদের ওপর উচ্চহারে কর ধার্য করে
ii. কম সচ্ছলদের ওপর কম কর ধার্য করে
iii. দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে
কল্যাণমূলক রাষ্ট্রে যাদের ন্যূনতম মজুরির ব্যবস্থা করে জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে-
i. কৃষক
ii. শ্রমিক
iii. মজুরদের
কল্যাণমূলক রাষ্ট্রে কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে-
i. সমবায় সমিতি গঠন
ii. শ্রমিক কল্যাণ সমিতি গঠন
iii. পেনসন স্কীম
এককেন্দ্রিক সরকার বলতে বোঝায়—
i. যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে
ii. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়
iii. কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়
যে সকল রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার প্রচলিত—
i. বাংলাদেশ
ii. যুক্তরাজ্য
iii. জাপান
এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. সংগঠন সরল প্রকৃতির
ii. এতে কেন্দ্রের হাতে সব ক্ষমতা ন্যস্ত থাকে
iii. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের কোনো ঝামেলা নেই
এককেন্দ্রিক সরকারে সারা দেশে বলবৎ করা সম্ভব হয়—
i. অভিন্ন আইন
ii. নীতি
iii. পরিকল্পনা
এককেন্দ্রিক সরকারে প্রশাসনিক ব্যয় কম হওয়ার কারণ—
i. জনগণের সরাসরি হস্তক্ষেপ
ii. এতে কেবল কেন্দ্রে সরকার গঠন করা হয়
iii. স্তরে স্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রয়োজন হয় না বলে
এককেন্দ্রিক সরকার যে ধরনের রাষ্ট্রের জন্য উপযোগী তা হলো-
i. ভৌগোলিক দিক দিয়ে অপেক্ষাকৃত ছোট রাষ্ট্র
ii. অভিন্ন কৃষ্টি সম্পন্ন রাষ্ট্র
iii. বিশাল আয়তনের রাষ্ট্র
এককেন্দ্রিক সরকারের জন্য উপযোগী-
ii. সৌদি আরব
iii. শ্রীলঙ্কা
এককেন্দ্রিক সরকারের ত্রুটি হচ্ছে—
i. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ii. বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী
iii. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা
বড় রাষ্ট্রের এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়—
i. ভাষা
ii. সংস্কৃতি
iii. কৃষ্টি
যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে-
i. ভারত
ii. মার্কিন যুক্তরাষ্ট্র
iii. কানাডা
যুক্তরাষ্ট্রীয় সরকারে যেটি বজায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলে তা হলো-
i. কর্তৃত্ব ও ক্ষমতা
ii. আঞ্চলিক স্বাতন্ত্র্য
iii. ভিন্নতা