নগররাষ্ট্রে কারা নাগরিক ছিল না?
i. নারী ও শিশু
ii. বিদেশি ও গৃহভৃত্য
iii. নারী, বিদেশি ও গৃহভৃত্য
নিচের কোনটি সঠিক?
সুনাগরিকের জন্য অপরিহার্য হলো—
i. বুদ্ধিমত্তা
ii. বিবেক
iii. আত্মসংযম
অধিকার ও কর্তব্য-
i. একই বস্তুর দুটি দিক মাত্র
ii. একটিকে বাদ দিলে অপরটি কল্পনা করা যায় না
iii. পরস্পর ভিন্ন দুটি দিক
নাগরিকের কর্তব্য হলো-
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ
ii. সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ, নিয়মিত কর প্রদান, সন্তানদের সুশিক্ষা দান
iii. আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন
সুমন একজন সুনাগরিক হতে চায়। তাকে যেটি করতে হবে—
i. নিয়মিত কর পরিশোধ
ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য
iii. নির্বাচনে ভোট প্রদান
জন্মস্থান নীতি অনুসরণ করে নিচের কোন দেশ?
i. আমেরিকা
ii. কানাডা
iii. বাংলাদেশ
প্রত্যেক নাগরিকের যেটির ঊর্ধ্বে থাকা উচিত—
i. দুর্নীতি
ii. স্বজনপ্রীতি
iii. পক্ষপাতিত্ব
রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব হচ্ছে—
i. কর প্রদান করা
ii. সততার সাথে ভোটদান
iii. আইন মান্য করা
আদনান সাহেব একজন রাজনীতিবিদ। তিনি সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করতে গিয়ে সবসময় ধৈর্যের সাথে সকলের মতামত শোনেন এবং নিজের মত প্রকাশ করেন। এক্ষেত্রে তার মধ্যে যে গু কাজ করেছে তা হলো-
i. আত্মসংযম
ii. গণতান্ত্রিক মনোভাব
iii. অপরের প্রতি শ্রদ্ধা