জনাব 'খ' এর সিদ্ধান্ত প্রদান পদ্ধতিটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস, কারণ—
i. বিচারক নিজের বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পায়
ii. অপরাধের মাত্রানুযায়ী শাস্তি দেওয়ার সুযোগ থাকে
iii. যে কেউ এই রায় পরবর্তীতে অনুসরণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
মানুষের চাহিদা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে—
i. প্রযুক্তির প্রসার
ii. বিজ্ঞানের অগ্রগতি
iii. জনসংখ্যা বৃদ্ধি
পরিবারে সাধারণত অভিভাবকের ভূমিকা পালন করে—
i. বাবা-মা
ii. দাদা-দাদি
iii. বড় ভাই-বোন
যে শিক্ষা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে—
i. বুদ্ধি
ii. বিবেক
iii. আত্মসংযম
পরিবারে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়-
i. সামাজিক শিক্ষার
ii. পারিবারিক শিক্ষা
iii. পারিবারিক নিয়ম মেনে চলার মাধ্যমে
আমরা যেভাবে দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠি-
i. বড়দের রাজনৈতিক আলোচনা শুনে
ii. ছোটদের বইপুস্তক দেখে
iii. বড়দের আলোচনায় অংশগ্রহণ করে
সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পরিবার একটি ক্ষুদ্রবর্গ। অথচ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে সুন্দর ও নিরাপদ জীবনব্যবস্থা গঠনে পরিবার অনন্য ভূমিকা পালন করে। সুতরাং পরিবারকে বলা যায় -
i. শাশ্বত বিদ্যালয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠান
ii. চিরন্তন মাতৃসদন ও ক্ষুদ্র রাষ্ট্র
iii. চিত্তবিনোদনের প্রাণকেন্দ্র
পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে—
i. মায়ামমতা
ii. টাকাপয়সা
iii. স্নেহ-ভালোবাসা
যেটি পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়—
i. শান্তি-ক্লান্তি
ii. সুখ-দুঃখ
iii. আনন্দ-বেদনা
পরিবার থেকে শিশু যে গুণগুলো শিক্ষালাভ করে তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে—
i. উদারতা
ii. সহনশীলতা
iii. সহমর্মিতা
আমরা বিনোদন করি যেটির মাধ্যমে-
i. গল্প-গুজব
ii. গান-বাজনা
iii. হাসি-ঠাট্টা
পরিবারের কাজের ক্ষেত্র হলো-
i. জৈবিক কাজ
ii. শিক্ষামূলক কাজ
iii. মনস্তাত্ত্বিক কাজ
সমাজের সদস্যদের মধ্যে লক্ষ করা যায়—
i. বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস
ii. ওই সংঘবদ্ধতার পিছনে থাকবে সাধারণ উদ্দেশ্য
iii. পারস্পরিক সহযোগিতা
সমাজ ও মানুষের সম্পর্ক যেমন—
i. অবিচ্ছেদ্য
ii. বিচ্ছেদ্য
iii. দেহের অঙ্গপ্রত্যঙ্গের মতো
যাদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য—
i. মানুষ ও সমাজের
ii. মানুষ ও রাষ্ট্রের
iii. রাষ্ট্রের ও জাতির
মানুষ ও সমাজ সম্পর্কে বলা যায়—
i. মানুষ সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও আবদ্ধ
ii. সামাজিক প্রতিষ্ঠাসমূহ মানুষের ব্যক্তিত্ব বিকাশে তেমন কোনো ভূমিকা রাখে না।
iii. সামাজিক পরিবেশ ব্যক্তির বিকাশ ঘটায়
মানুষ সমাজে বসবাস করে। কারণ মানুষ সমাজেই—
i. জন্মগ্রহণ করে
ii. লালিত-পালিত হয়
iii. মৃত্যুবরণ করে
মানুষ সমাজে বাস করে। কারণ সমাজে বাস করলে মানুষের-
i. মৌলিক চাহিদা পূরণ হয়
ii. মানবিক গুণাবলির বিকাশ ঘটে
iii. সভ্য, সুস্থ ও নিরাপদ জীবনযাপন করা যায়