পৌরনীতিকে বলা হয়-
i. রাষ্ট্রের অধিকার
ii. নাগরিকতাবিষয়ক সামাজিক বিজ্ঞান
iii. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
পৌরনীতি—
i.. "নাগরিকতা সম্পর্কে জ্ঞানদান করে
ii. উন্নত জীবন সম্পর্কে জ্ঞানদান করে
iii. অগ্রসর নাগরিক সম্বন্ধে জ্ঞানদান করে
প্রাচীন গ্রিসে অবিচ্ছেদ্য ছিল—
i. নাগরিক
ii. অধিকার ও কর্তব্য
iii. নগররাষ্ট্র
প্রাচীনকালে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য বিষয় বলে গণ্য হতো—
i. যুক্তরাজ্যে
ii. গ্রিসে
iii. এথেন্সে
প্রাচীন গ্রিসে নাগরিক হওয়ার সুযোগ ছিল না—
i. দাসদের
ii. মহিলাদের
iii. বিদেশিদের
পৌরনীতি আলোচনা করে—
i. নাগরিকের অতীত নিয়ে
ii. নাগরিকের বর্তমান নিয়ে
iii. নাগরিকের ভবিষ্যৎ নিয়ে
পৌরনীতি যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে-
i. স্থানীয়
ii. জাতীয়
iii. আন্তর্জাতিক
পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে—
i. ব্যাপক অর্থে
ii. সংকীর্ণ অর্থে
iii. সাধারণ অর্থে
পৌরনীতি নাগরিকদের যে বিষয় নিয়ে আলোচনা করে-
i. অধিকার ও কর্তব্য
ii. চালচলন ও আচার-ব্যবহার
iii. সাম্প্রদায়িক ও সাংগঠনিক
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা ভোগ করি—
i. সামাজিক অধিকার
ii. অর্থনৈতিক অধিকার
iii. মৌলিক অধিকার
রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো-
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ
ii. আইন মান্য করা
iii. সততার সাথে ভোটদান
পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়—
i. সুনাগরিকতার বৈশিষ্ট্য
ii. সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা
iii. সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা দূর করার উপায়
নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে—
i. রাষ্ট্র
ii. নির্বাচন
iii. রাজনৈতিক দল
পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়-
i. সামাজিক মূল্যবোধ
ii. আইন
iii. স্বাধীনতা ও সাম্য