আধুনিক রাষ্ট্রে বিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, একজন শাসক-
i. তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন
ii. নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয়প্রধান
iii. নিজেকে জনগণের জন্য উৎসর্গ করেন
নিচের কোনটি সঠিক?
পরিবারের কাজের ক্ষেত্র হলো—
i. জৈবিক কাজ
ii. শিক্ষামূলক কাজ
iii. মনস্তাত্ত্বিক কাজ
পরিবারের কাজ-
i. সন্তান জন্মদান
ii. শিক্ষাদান
iii. শিষ্টাচার শেখানো
প্রাচীনকালে পার্থক্য করা যেত না—
i. রাষ্ট্র
ii. সরকারের
iii. জনগণের
নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হলো-
i. পরিবার
ii. রাষ্ট্র
iii. রাজনৈতিক দল
সংকীর্ণ অর্থে পৌরনীতি-
i. অধিকার সম্পর্কিত বিজ্ঞান
ii. অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান
iii. সমসাময়িক বিজ্ঞান
ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত একটি সুপ্রাচীন মতবাদ। এ মতবাদে বিশ্বাসীদের ধারণা ছিল-
i. রাষ্ট্র স্রষ্টার সৃষ্ট প্রতিষ্ঠান
ii. শাসক কাজের জন্য স্রষ্টার নিকট দায়ী
iii. শাসক একাধারে রাষ্ট্র, সরকার এবং ধর্মীয়প্রধান
পরিবারের সদস্যদের মানসিক দিক সমৃদ্ধ করার জন্য যে গুণগুলো প্রয়োজন তা হলো-
i. উদারতা
ii. সহনশীলতা
iii. সহমর্মিতা
উক্ত মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যের অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য-
i. নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে
ii. নিরাপত্তার বিনিময়ে নিজেদের শাসন করার জন্যে স্থায়িভাবে শাসকের ওপর ক্ষমতা অর্পণ করে
iii. শাসকে তার খেয়াল খুশিমত শাসনকার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করে
রাহাতের সমাজব্যবস্থা বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়-
i. গণতান্ত্রিক ব্যবস্থা
ii. বৈষম্যমূলক সমাজ
iii. প্রাচীন সমাজব্যবস্থা