প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে সমর্থন দান করে-
i. 'হ্যাঁ' ধ্বনি তুলে
ii. হাত তুলে
iii. ব্যালটপত্রে সিল মেরে
নিচের কোনটি সঠিক?
নির্বাচনি এলাকা নির্ধারিত হয়—
i. ভৌগোলিক এলাকার ভিত্তিতে
ii. ভোটার সংখ্যার ভিত্তিতে
iii. রাজনৈতিক দলের ভিত্তিতে
রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে-
i. দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা
ii. নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা
iii. দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা
প্রত্যেক রাজনৈতিক দলের থাকে -
i. একটি আদর্শ
ii. সুনির্দিষ্ট কর্মসূচি
iii. বিভিন্ন আদর্শ
আদর্শের দিক থেকে কোনো দল-
i. ধর্মভিত্তিক
ii. সমাজতান্ত্রিক
iii. ধর্মনিরপেক্ষ
দলের ভিত্তিতে দল ব্যবস্থার শ্রেণিবিভাগ হচ্ছে—
i. একদলীয় ব্যবস্থা
ii. দ্বিদলীয় ব্যবস্থা
iii. বহুদলীয় ব্যবস্থা
নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়-
i. আধুনিক রাজনৈতিক ব্যবস্থায়
ii. গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়
iii. রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায়
নিচের-কোনটি সঠিক?
নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ—
i. প্রার্থী মনোনয়ন
ii. নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন
iii. নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ
রাজনৈতিক দলের প্রধান কার্যাবলি হিসেবে বিবেচ্য—
i. জনমত গঠন করা
ii. কর্মসূচি প্রণয়ন
iii. প্রার্থী মনোনয়ন
রাজনৈতিক দলের গণসংযোগের মাধ্যম হলো—
i. সভা
ii. শোভাযাত্রা
iii. বক্তৃতা
যে শাসনব্যবস্থায় অনিকের বাবার মতো নির্বাচকমণ্ডলীর গুরুত্ব অধিক -
i. সমাজতান্ত্রিক
ii. স্বৈরতান্ত্রিক
iii. গণতান্ত্রিক