বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন জাতিতে তুর্কিii. তিনি ছিলেন বংশে খলজিiii. তিনি ছিলেন ভাগান্বেষী সৈনিক
নিচের কোনটি সঠিক?
বখতিয়ার খলজি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন-i. খাটো ছিল বলেii. লম্বা হাত ছিল বলেiii. কুৎসিত চেহারা ছিল বলে
লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন-i. দৈবজ্ঞii. পণ্ডিতiii. ব্রাহ্মণগণ
যে রাজ্য বিজয়ের পর বখতিয়ার খলজি আর কোনো অভিযানে বের হননি-
i. ঝাড়খণ্ড
ii. নদীয়া
iii. গৌড়
নিচের কোনটি সঠিক
বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন-
i. মুহম্মদ শিরন খলজি
ii. আলী মর্দান খলজি
iii. হুসামউদ্দিন ইওজ খলজি
সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি দেবকোট থেকে রাान করেন-i. গৌড়েii. নদীয়ায়iii. লখনৌতিতে
ইওজ খলজির প্রশস্ত রাজপথ নির্মাণের ফলেi. দেশের উন্নয়ন হবেii. বন্যার কবল থেকে গুহ রক্ষা পাবেiii. বন্যার কবল থেকে শস্যক্ষেত্র রক্ষা পাবে