ত্রয়ী শাসন বেশিদিন স্থায়ী হয়নি-
i. বিদেশি আক্রমণের জন্য
ii. নিজেদের মধ্যে কোন্দল
iii. রোমের একচ্ছত্র সম্রাট হওয়ার আকাঙ্ক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
সভ্যতা থেকে আমরা কীভাবে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা পাই ?
i. শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি
ii. স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান
iii. ধর্ম, দর্শন ও আইন
গ্রিক শিল্পের বিশেষ উন্নতি হয়েছিল—
i. স্থাপত্যে
ii. আল্পনায়
iii. ভাস্কর্যে
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়—
i. নাগরিকদের রাজনৈতিক অধিকার মেনে নেওয়ার জন্য
ii. চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
iii. আইনী কঠোরতার জন্য
মনে কর, তুমি সিন্ধু সভ্যতার আলোকে একটি শহর তৈরির পরিকল্পনা করছ। এ শহরে থাকবে- i. প্রশস্ত রাস্তাii. পয়ঃনিষ্কাশন ব্যবস্থাiii. মিলনায়তন
উক্ত সভ্যতার অবদান ছিল-
i. প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার ii. নাড়ির স্পন্দন নির্ণয়iii. মমি তৈরি করা
মিলন কীভাবে বুঝতে পারে যে উক্ত নগরে গণতন্ত্র আছে?
i. প্রশাসনে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার থাকা
ii. আইন ও বিচার বিভাগে জনগণের অংশগ্রহণ থাকা
iii. শাসক কর্তৃক নাগরিকদের সব রাজনৈতিক অধিকার মেনে নেওয়া
উক্ত সভ্যতার অধিবাসীরা বিখ্যাত ছিল-
i. নাগরিক সুবিধার ধারক ও বাহক হিসেবেii. অলংকার ব্যবহারের জন্যiii. উন্নত সামরিক চিন্তার লালনকারী হিসেবে
উক্ত সভ্যতায় শিক্ষা বলতে বোঝানো হতো-
i. ভাষা শিক্ষা করা
ii. খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা
iii. বিখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা লাভ করা