ইতিহাস থেমে থাকে না, কারণ—i. গতিশীলii. অলৌকিক কাহিনিiii. ধারাবাহিক বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি—
i. জ্ঞানের বিস্তৃতি ঘটায়
ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায়-
i. ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু
ii. তথ্য প্রদানকারী ব্যক্তি
iii. অলিখিত উপাদানসমূহ
নিচের কোনটি সঠিক ?
ইতিহাস কীভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে?
i. জাতির সফল সংগ্রামের ইতিহাস জানার মাধ্যমে
ii. জাতির গৌরবময় ঐতিহ্য পালনের মাধ্যমে
iii. দেশের সঠিক ইতিহাস পাঠের মাধ্যমে
ঐতিহাসিক উপাদান গুরুত্বপূর্ণ কেন?
i. ইতিহাস রচনার জন্য
ii. অতীত সমাজ সম্পর্কে জানার জন্য
iii. বর্তমান সমাজ সম্পর্কে জানার জন্য
পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস জানার জন্য প্রয়োজন-
i. লিখিত উপাদান
ii. অলিখিত উপাদান
iii. প্রাকৃতিক উপাদান
ঐতিহাসিক হোরোডোটাস কর্তৃক গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধের বিষয় লিপিবন্ধের কারণ--
i. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
ii. এ বিবরণ তাদের উৎসাহিত করেiii. তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়; কারণ ইতিহাস -i. জ্ঞানের বিস্তৃতি ঘটায়ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
উয়ারী-বটেশ্বরের আবিষ্কার প্রমাণ করে—
i. প্রাচীন বাংলার সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক
ii. প্রাচীন বাংলার সভ্যতা ছিল নগরকেন্দ্রিক
iii. প্রাচীন বাংলা ছিল উন্নত সভ্যতার ধারক