সূর্যদেবতা 'রে' কোন সভ্যতার ধর্মীয় দেবতা?
শাহেদ তাদের পার্শ্ববর্তী দুটি সম্প্রদায়ের মধ্যে খেলার আয়োজন করে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ নিরসন করেন। শাহেদ কোন সভ্যতার জ্ঞান কাজে লাগিয়ে খেলার আয়োজন করেছিল?
ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি ও নাব্য অঞ্চল কোন জনপদের অন্তর্ভুক্ত?
প্রাচীন জনপদগুলো থেকে আমরা জানতে পারি-
i. ভৌগোলিক বৈশিষ্ট্য
ii. সীমারেখা
iii. রাজনৈতিক বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী?
উক্ত সভ্যতার অবদান ছিল—
i. প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার
ii. নাড়ির স্পন্দন নির্ণয়
iii. মমি তৈরি করা নিচের
কোনটি সঠিক?
প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়?
প্রতি চার বছর পর পর বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর একেকবার একেক দেশে অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে এই আসর অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ২০২০ সালে জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে হয়নি। প্রাচীন গ্রিসে সর্বপ্রথম খেলার এ বৃহৎ আসরটি শুরু হয়েছিল। এখানে খেলার কোন আসরটির কথা বলা হয়েছে?
বাংলাদেশ নদীমাতৃক হওয়াতে-
i. সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে
ii. উর্বর ভূমি গঠিত হয়েছে
iii. কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছে
সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতো?
পুণ্ড্রনগরের পরবর্তী নাম কী হয়?
প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে কেন?
অধ্যাপক মামুনের বক্তব্যটি বাস্তবায়িত করতে পারলে আমরা হয়ে উঠব—
i. দেশপ্রেমিক
ii. আত্মপ্রত্যয়ী
iii. আত্মবিশ্বাসী
মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী তৈরি করত?
কোন ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ?
মুক্তিযুদ্ধে কৃষকেরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল কেন?