শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন -
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরিদের দমন করতে
iii. রাজ্যশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
রায়গঞ্জের বিদ্রোহী নেতা দুর্জয়ের মধ্যে ইতিহাসের কোনো বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে?
চেয়ারম্যান সুমনের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ-
i. বিদ্রোহ দমনে ব্যর্থতাii. শাসক হিসেবে অদক্ষতাiii. জনগণের সমস্যা সমাধানে অপারগতা
প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয়, কেননা এ সময়ে—
i. বাংলার প্রধান ফসল ছিল ধান;ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল;iii. প্রধান অর্থকরী ফসল ছিল পাট;
কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সাথে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায়?
উক্ত প্রাচীন নিদর্শনে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা হলো –
i. বৌদ্ধদের নির্মিতii. জ্ঞান সাধনার স্থানiii. দেশে-বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে
নিচের কোনটি সঠিক ?
গৌড়ের নাম “জান্নাতাবাদ' কে রাখেন?
বারোভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল –
i. শক্তিশালী নৌবহর গড়ে তোলাii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তরiii. অশ্বারোহী বাহিনী গঠন
মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে?
উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে—
i. বাংলাসাহিত্য চর্চা নতুন গতি পায়i. অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলেiii. দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয়
কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতো?
লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়?
বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল –
i. সমুদ্রবন্দর
ii. নদীবন্দর
ii. স্থলবন্দর
কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন ?
নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছিলেন; কারণ-
i. নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা কোলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে ।ii. চুক্তি ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে।iii. নবাব ইংরেজদের সম্পদ দখল করতে আগ্রহ প্রকাশ করেন।
তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত কোন ইউরোপীয় জাতির বাণিজ্য কার্যক্রমের সাথে রহমান সাহেব ও তাঁর বন্ধুদের গৃহীত ব্যবস্থার মিল রয়েছে?
উক্ত জাতির কর্মকাণ্ডের মধ্যে ছিল—
i. সম্রাট আকবরের দরবারে হাজির হওয়াii. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করাiii. বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার লাভ করা
'সম্বাদ কৌমুদী' পত্রিকার প্রকাশক কে ছিলেন?
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায়
হাজী শরীয়তউল্লাহ