রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন—
i. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন
ii. স্বাধীন রাষ্ট্রে আশু করণীয় ও নীতিনির্ধারণী বিষয়ে
iii. নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে
নিচের কোনটি সঠিক?
আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তা হলো-
i. যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. ভুটান
বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ
ii. সর্বোচ্চ ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ
iii. বাইশ লাখের অধিক কৃষক পরিবার পুনর্বাসন
বঙ্গবন্ধুর শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i. ১০টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
ii. ৯০০ কলেজ ভবন পুনঃনির্মাণ
iii. ৪০০ স্কুল ভবন পুনঃনির্মাণ
১৯৭২ সালে ৭ই মার্চের মধ্যে ঢাকার সাথে বিমান যোগাযোগ কার্যকর হয়-
i. চট্টগ্রামের
ii. সিলেটের
iii. কুমিল্লার
সংবিধান হতে পারে-i. লিখিতii. অলিখিতiii. অস্পষ্টনিচের কোনটি সঠিক?
বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য—-
i. বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল
ii. বাংলাদেশের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল তিন বছর
iii. বাংলাদেশের সংবিধানে সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক
বাংলাদেশের জনগণ এ সংবিধান লাভ করে-i. দীর্ঘ সংগ্রামের বিনিময়েii. ত্যাগের বিনিময়েiii. রক্তের বিনিময়ে
১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল-i. সাম্প্রদায়িকতা পরিহারii. কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা না করাiii. রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না
বঙ্গবন্ধুর শাসনামলেও বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি
ii. চীন
iii. সৌদি আরব
বিরাট সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জনের সমর্থনযোগ্য কারণ হলো-i. জাতিসংঘের সদস্যপদ লাভii. ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভiii. কমনওয়েলথের সদস্যপদ লাভ
বঙ্গবন্ধুর শাসনামলে অর্জিত হয়—i. ১৩০টি স্বীকৃতিii. ১০০ কোটি ডলার সাহায্যiii. ১৪টি সংস্থার সদস্যপদ
পররাষ্ট্রনীতির মূলকথা হলো-i. শান্তিপূর্ণ সহাবস্থানii. সবার সঙ্গে বন্ধুত্বiii. কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়