আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, এজন্য তিনি—
লিজা অন্যের সাহায্য ছাড়া চলতে পছন্দ করে। এতে তার কোন গুণটি অর্জন হবে?
'ক' পরিবারের কারও বোঝা না হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তার এ কাজে আল্লাহর কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে?
‘আল্লাহু সামাদুন' গুণবাচক নামটি আমাদের কী হতে সাহায্য করে?
'রাউফুন' শব্দের অর্থ কী?
‘নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু’— আয়াতটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
লাবিব একটি কোম্পানির মালিক। কোনো কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না। লাবিব কোন গুণটির অনুশীলন করছেন?
রফিক সাহেব দেখেন একটি বিড়াল ছানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। দেখে তার মায়া হয় ৷ তিনি বিড়ালটিকে পানি থেকে তুলে ছেড়ে দেন। রফিক সাহেব আল্লাহর কোন গুণবাচক নামের অনুসরণ করেছেন?
আল্লাহ কিয়ামতের মাঠে হিসাব গ্রহণ করবেন। এ বক্তব্যের তাৎপর্য অনুযায়ী আমরা কোন কাজে অনুপ্রাণিত হব?
‘মুহাইমিনুন' শব্দের অর্থ কী
বন্যায় আক্রান্ত লোকদের প্রতিদিন জনাব আরমান খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এ কাজে আল্লাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
নাজিব সাহেব একজন অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন । তিনি আল্লাহর কোন গুণবাচক নামের অনুসরণ করেছেন?
খাদিজা 'আল্লাহু গাফ্ফারুন' নামটি প্রায়শই জিকির করে। এ নাম থেকে শিক্ষা নিয়ে সে–
i. আল্লাহকে ক্ষমাশীল হিসেবে জানবে
ii.. পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে
iii. আল্লাহ তার পাপ ক্ষমা করবেন বলে বিশ্বাস রাখবে
নিচের কোনটি সঠিক?
ফারুকের কাজে প্রকাশ পেয়েছে-
"কুল্লিয়াত" গ্রন্থটি কোন বিষয়ের উপর রচিত?
তাবুক যুদ্ধে কত হাজার সৈন্য ছিল?
কুরআন লিপিবদ্ধকারী সাহাবিগণের মধ্যে প্রধান কে ছিলেন?
ইমামগণ কিয়াসের ব্যাপারে কয়টি মূলনীতি নির্ধারণ করেছেন?
হজের ওয়াজিব কয়টি?
রোকেয়া বেগম সব সময় নিজেকে পরিজ্ঞা ও পবিত্র রাখেন। এ অবস্থায় তার-
i. মন প্রফুল্ল থাকবে
ii. কাজে উৎসাহ পাবে
iii. গুনাহ মাফ হবে