হযরত উমর ফারুক (রা.)-এর ভগ্নীপতির নাম কী ছিল?
“আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।” এ উক্তিটি কার?
ইসলাম গ্রহণ করার পর হযরত উমর (রা.) বললেন, “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কা'বাঘরের সামনে সালাত আদায় করব।” হযরত উমর (রা.)-এর এ উক্তির মাধ্যমে প্রকাশিত হয়-
'ফারুক' শব্দের অর্থ কী?
ইসলাম প্রচার ও প্রসারের জন্য উমর (রা.) কী উৎসর্গ করেছিলেন?
কোন খলিফা সকল যুদ্ধে মহানবি (স.)-এর সঙ্গা হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
হযরত উমর (রা.) কোন যুদ্ধে মহানবি (স.)-এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন ?
হযরত উমরের (রা.) বিচার ব্যবস্থা কেমন ছিল?
কোন খলিফা মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে কঠোর শান্তি দিয়েছিলেন?
মদ্যপানের অপরাধে উমর (রা.) যে পুত্রকে শাস্তি দেন তার নাম কী?
কোন খলিফা গণতন্ত্রমনা ছিলেন?
হযরত উমর (রা.) ছিলেন-
কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
হযরত উমর (রা.) রাষ্ট্রের যাবতীয় পরামর্শ করে সম্পাদন করতেন?
কার চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রিত ছিল?
হযরত উমর (রা.)-এর চরিত্রে কিসের অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল?
কোন খলিফা গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন?
ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান -
হযরত উমর (রা.)-এর স্ত্রীর নাম কী?
হযরত উমর (রা.)-এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?