"হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কোন সূরার আয়াত?
প্রতিশ্রুতি সম্পর্কে কোন দিন জিজ্ঞাসা করা হবে?
প্রতিশ্রুতি সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন?
"নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে।”- কার বাণী?
“নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে।” কোন সূরার আয়াত?
তাকওয়াপূর্ণ জীবনযাপনের প্রধান বৈশিষ্ট্য—
তাকওয়াপূর্ণ জীবনযাপনের সম্পূর্ণ পরিপন্থি কী?
ওয়াদা পালন করলে কে খুশি হন?
“যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই”- একথা কোথায় বলা হয়েছে?
যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কী নেই?
“হে মুমিনগণ তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?”- এটি কোন সূরার অন্তর্গত?
ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ?
মুমিনদের জন্য জঘন্যতম অপরাধ কোনটি?
'সিদক' শব্দের অর্থ কী?
সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি?
বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাকে কী বলে?
যে ব্যক্তি সত্য বলে তাকে কী বলে?
প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ বা প্রমাণ করাকে কী বলে?
মিথ্যার আরবি প্রতিশব্দ কী?
'কিষব' অর্থ কী?