'ক'-এর ধারণা কিসের পরিপন্থি ?
সংশোধন না হলে 'ক'-এর চরিত্রে বৃদ্ধি পেতে থাকবে-
i. হতাশা
ii. অনৈতিকতা
iii. অলসতা
নিচের কোনটি সঠিক?
ইমরান সাহেবের অভ্যাসে প্রাত্যহিক জীবনের কোন ইবাদতটির গুরুত্ব প্রতিফলিত হয়েছে ?
উক্ত ইবাদতের ফলে সমাজে সৃষ্টি হয়—
i. পারস্পরিক সমতা
ii. ভ্রাতৃত্ব বন্ধন
iii. দলাদলি
'বায়তুল ইযযাহ' কোন আসমানে অবস্থিত ?
আবু লাহাবের স্ত্রীর নাম কী?
সূরা আল ইখলাসের প্রথম আয়াত দ্বারা আল্লাহ খণ্ডন করেছেন—
শিরককে সর্বাপেক্ষা বড় জুলুম বলেছেন কে ?
হাসান রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে দ্রুতগতিতে সিজদায় চলে যায়। হাসান সালাতের কোনটি লঙ্ঘন করেছে ?
“অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।” -এ আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
হাদিসের মূল অংশকে কী বলে?
'ইলম' শব্দের অর্থ কী?
শিক্ষার মাধ্যমে বিকাশ সাধিত হয় মানুষের-
i. আত্মায়
ii. মনে
iii. শরীরে
হযরত আলি (রা.) বলেছেন, “যার নিকট আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস।” এখানে মনিব বলতে কাকে বোঝানো হয়েছে?
মুনতাহা এমন এক হাদিসের কিতাবের নাম শুনেছে যেটিই হলো সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসগ্রন্থ । সে হাদিসের কোন গ্রন্থের নাম শুনেছে?
মহানবি (স.) কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ স্থাপন করেছেন ?
আনু মিয়ার কাজটি কী হিসেবে গণ্য ?
আনু মিয়ার মন্তব্যের কারণে—
i. ঐক্য নষ্ট হবে
ii. সহমর্মিতা বৃদ্ধি পাবে
iii. শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে
মাহদি সাহেব কোন ইবাদত পালন করার জন্য রওনা দিলেন ?
সমাজের শিক্ষিত যুবকদের প্রতিবাদের ফলে—
i. ন্যায় প্রতিষ্ঠিত হবে
ii. সত্য-মিথ্যার পার্থক্য স্পষ্ট হবে
iii. আতঙ্ক বৃদ্ধি পাবে