শরিয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের ওপর ?
“আমি আপনার ওপর কিতাব নাজিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পন্ট ব্যাখ্যাস্বরূপ।" - এটি কোন সূরার অন্তর্গত?
মানবজাতির জীবন পরিচালনার কী রয়েছে কুরআন মজিদে?
কুরআন মজিদের ভাষা কেমন?
. “নিশ্চয়ই আমি কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। " - কোন সূরার অংশ?
কুরআন মজিদ কোথায় সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ?
“এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।”— কোন সূরার অংশ?
লাওহে মাহফুজ থেকে প্রথমে কুরআন কোথায় নাজিল করা হয়?
কোন আসমানি কিতাব খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে?
কোন আসমানি কিতাব নাজিল প্রক্রিয়া অন্যান্য কিতাবের চেয়ে ব্যতিক্রম?
সম্পূর্ণ কুরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল?
কুরআনের সংরক্ষিত স্থান কোনটি?
পৃথিবীর নিকটতম আসমানের নাম কী?
বায়তুল ইযযাহ' কোথায় অবস্থিত?
মহানবি (স.)-এর নিকট কোন সূরা সর্বপ্রথম নাজিল হয় ?
মহানবি (স.) কোথায় ধ্যানমগ্ন থাকাকালীন জিবরাইল (আ.) নিকট ওহি নিয়ে আসেন?
কুরআন মজিদের অবতরণ সম্পন্ন হয়েছে কর বছরে?
“এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাজিল হলো না কেন। এটি কাদের উক্তি?
“আর এ কুরআনকে অল্প অল্প করে নাজিল করেছি, যেন আপনি ত ক্রমে ক্রমে লোকদের শোনান, আর তা যথাযথভাবে নাজিল করেছি” । - এটি কোন সূরার জায়াত?
কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন?